Connect with us
ক্রিকেট

ক্রিকেটে ‘সেফটি ফর অল’ নিশ্চিতের আহ্বান তামিমের

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগে দেশজুড়ে শুরু হওয়া আলোচনার মধ্যে দ্বিতীয়বারের মত মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। রবিবার গভীর রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ক্রিকেটে সবার আগে নিশ্চিত করতে হবে নিরাপত্তা অর্থাৎ ‘সেফটি ফর অল’।

Tamim’s Facebook post

তামিমের মতে, জাহানারার অভিযোগের পর আরও অনেক নারী ক্রিকেটারই সাহস করে মুখ খুলছেন, যা ইতিবাচক। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি লিখেছেন, “এখনও পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে কোনো কমিটি গঠন হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা অনেকে বিসিবির গুরুত্বপূর্ণ পদে আছেন। তাই বিসিবির নিজস্ব তদন্ত নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।”



এই প্রেক্ষাপটে তামিম আহ্বান জানিয়েছেন, যেন যত দ্রুত সম্ভব একটি ‘স্বাধীন তদন্ত কমিটি’ গঠন করা হয় যেখানে বিসিবির কোনো প্রতিনিধি থাকবে না। তার মতে, এমন কমিটিতে থাকা উচিত নারী অধিকারকর্মী, মনস্তত্ত্ববিদ এবং যৌন হয়রানি বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের।

তামিম তার পোস্টে আরও লিখেছেন, “যারা সাহস করে মুখ খুলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যারা এখনো পারেননি, তাদের বলি ইটস নেভার টু লেট। আওয়াজ তুলুন, আমরা আপনাদের পাশে থাকব।”

সাবেক এই ওপেনার মনে করেন, “বিসিবিতে এখন একটা স্লোগান চালু আছে যে ‘ক্রিকেট ফর অল’। কিন্তু তামিমের মতে ক্রিকেট ফর অল এর আগে ‘সেফটি ফর অল’ নিশ্চিত করাই জরুরি।”

তামিম আরও বলেন, দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থা হিসেবে বিসিবির দায়িত্বও সবচেয়ে বেশি। “আমাদের উচিত সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের, প্রতিটি খেলাই বাংলাদেশের” যোগ করেন তিনি।

জাহানারার অভিযোগকে ঘিরে এটি তামিমের দ্বিতীয় ফেসবুক পোস্ট। এর আগে ৭ নভেম্বর (শুক্রবার) নিজের ফেসবুক পেজে জাহানারাকে সমর্থন জানিয়ে পোস্ট দেন তামিম ইকবাল। সেই পোস্টেও তিনি বিসিবি বা সরকার থেকে নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়েছিলেন। পাশাপাশি যারা অপরাধী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় সেই দাবিও রেখেছিলেন তিনি। সেই পোস্টের দুইদিন পর আজ আবারও নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি নিয়ে এবং যারা নানা সময়ে এসব যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের সবকিছু প্রকাশ আহবান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। তামিমের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানি এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে যৌন হয়রানির বিরুদ্ধে তামিম ইকবাল সহ জাতীয় দলের অনেক ক্রিকেটারই ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট