Connect with us
ক্রিকেট

ঢাকা ছেড়ে রাজশাহীতে তানজিদ, সঙ্গী শান্ত

Tanzid leaves Dhaka for Rajshahi, accompanied by Shanto.
২০২৬ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন শান্ত ও তানজিদ। ছবি- সংগৃহীত

বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তানজিদ হাসান তামিম। রাজধানীর ফ্রাঞ্চাইজিটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। তবে এবারের আসরে ঢাকায় থাকছেন না এই ওপেনার। আগামী আসরের জন্য তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নতুন দলে তার সঙ্গী আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

আজ (রোববার) তানজিদ ও শান্তকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার। একইসঙ্গে তিনিও আজ আনুষ্ঠানিকভাবে রাজশাহীর কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন।

হান্নান নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘রাজশাহী দলে আমাদের প্রথম ডিরেক্ট সাইনিং- তানজিদ তামিম। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হলাম আজই। সামনে নিশ্চিতভাবেই আরও অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ দল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি নিজেও জানানোর চেষ্টা করব আমার পেইজ থেকে।’



Tanzid signs for Rajshahi Warriors

রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে চুক্তিবদ্ধ হলেন তানজিদ তামিম। ছবি- সংগৃহীত

শান্তকে দলে নেওয়ার ঘোষণা তিনি লিখেছেন, ‘তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে।’

বিপিএলের সবশেষ আসরে ঢাকা ব্যর্থ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ। ১২ ম্যাচে ৪৪.০৯ গড় ও ১৪১.৪০ স্ট্রাইক রেটে ৪৮৫ রান করেন তিনি। যেখানে একটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরি ছিল। তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এবারের আসরে সাইফ হাসানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ঢাকা। তার সঙ্গে তাসকিন আহমেদও খেলবেন রাজধানীর ফ্রাঞ্চাইজিটির হয়ে।

এদিকে শান্ত গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেন। তবে বরিশালে অনেক তারকা ক্রিকেটারদের ভীড়ে মূল একাদশে খেলার তেমন সুযোগ পাননি শান্ত। ৫ ম্যাচে সুযোগ পেয়ে ৫৬ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

তবে এবারের আসরে শান্তকে দলে পেয়ে খুশি হান্নান সরকার। হান্নান বলেন, ‘ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।’

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট। সেখানে পূর্ণাঙ্গ দল গঠন করবে ফ্রাঞ্চাইজিগুলো। এরপর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে বিপিএল।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট