পাঁচ দল নিয়ে আগামী মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। ড্রাফটের আগে কয়েকজন ক্রিকেটার দলে নেওয়া সুযোগ রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি ফ্রাঞ্চাইজি তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।
বিপিএল ড্রাফটের আগে এবার দেশের দুই তারকা স্পিনার শেখ মেহেদি ও তানভীর ইসলামকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ২০২৬ বিপিএলে বন্দরনগরীর এই ফ্রাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাবেন এই দুই স্পিনার। ফ্রাঞ্চাইজিটির এক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম।
বিপিএলের গত তিন আসরে রংপুর রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন মেহেদি। অবশেষে রংপুর অধ্যায়ে ইতি টেনে নতুন ঠিকানায় যোগ দিলেন এই অলরাউন্ডার। গত আসরে রংপুরের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৯ ম্যাচে ৯২ রান করেন এই অলরাউন্ডার।
আরেক স্পিনার তানভীর ২০২২ থেকে ২০২৪ এই তিন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন। তবে গত আসরে কুমিল্লা না থাকায় ফরচুন বরিশাল দলে ভেড়ায় তাকে। তবে এবারের আসরে ফরচুন বরিশালও নেই। যে কারণে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন এই অফস্পিনার। গত আসরে বরিশালের জার্সিতে ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেছিলেন তিনি। সম্প্রতি জাতীয় দলে নিয়মিত খেলছেন ২৯ বছর বয়সী এই স্পিনার।
বিপিএলের গত আসরে চট্টগ্রামের এই ফ্রাঞ্চাইজিটি খেলেছে চিটাগং কিংস নামে। তবে এবার মালিকানা পরিবর্তন হয়েছে এবং নামও। নতুন নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম রয়্যালস। এবারের আসরে মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস প্রতিষ্ঠান। আগামী পাঁচ বছরই তারাই এই ফ্রাঞ্চাইজিটির মালিকানায় থাকবে।
আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। তার আগে আগামী ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/বিটি