Connect with us
ক্রিকেট

রেকর্ড পার্টনারশিপ গড়েও শেষ ওভারে জিততে পারল না উইন্ডিজ

West Indies vs New Zealand T20i
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টি। ছবি- ক্রিকইনফো

এ যেন দ্বিতীয় ম্যাচের প্রতিচ্ছবি দেখা গেল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও। সে ম্যাচের মত আজও ব্যাটিং বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়েছিল ক্যারিবিয়ানরা। জয়ের আশা জাগিয়ে গেল ম্যাচের মত আজও শেষ ওভারে পরাজয় বরণ করতে হলেও সফরকারীদের। রেকর্ড পার্টনারশিপ গড়েও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

আজ রোববার নিউজিল্যান্ডের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানেই নিজেদের অষ্টম উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। এরপর রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার গড়েন নবম উইকেটে ৭৮ রানের রেকর্ড পার্টনারশিপ। যা আইসিসির পূর্ণ সদস্য দলের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম উইকেটে সর্বাধিক রানের জুটি।

তবে এরপরেও শেষ পর্যন্ত জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১২ রান। তবে কাইল জেমিসনের করা সেই ওভারে ২ রানের বেশী করতে পারেনি তারা। এতে ৯ রানের জয় পেয়ে যায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ থামে ১৬৮ রানে সব উইকেট হারিয়ে। কিউইরা সিরিজে এগিয়ে যায় ২-১ ব্যবধানে।



এর আগে দ্বিতীয় ম্যাচেও ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল উইন্ডিজ। শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১১৪ রান, আর হাতে বাকি ছিল মাত্র ৪ উইকেট। সেই ম্যাচে পরবর্তী ছয় ওভারে তারা চার-ছক্কার বন্যা বয়িয়ে তুলে নেয় ৯৮ রান। কিন্তু শেষ ওভারে ১৬ রানের সমীকরণ আর মেলাতে পারেনি উইন্ডিজ।

আজ ম্যাচের ১৯তম ওভারের শেষ বলে ভাঙে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের পার্টনারশিপ। স্প্রিঙ্গার আউট হন ২০ বলে সমান ৩টা করে চার ও ছক্কায় ৩৯ রান করে। শেষ ওভারে স্ট্রাইকে থেকেও ২ রানের বেশি করতে পারেননি শেফার্ড। উল্টো পঞ্চম বলে নিজের উইকেট বিলিয়ে অল আউট হয়ে ফেরার আগে করেন ৩৪ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৪৯ রান।

সংক্ষিপ্ত স্কোর বোর্ড—

নিউজিল্যান্ড: ১৭৭/৯ (২০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬৮/১০ (১৯.৫ ওভার)

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট