কোন মতেই যেন থামছে না মেসির ম্যাজিক। প্রতিনিয়ত এই আর্জেন্টাইন তারকা ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। এবার জোড়া গোলে ইন্টার মায়ামিকে এনে দিলেন বড় জয়। এতে এমএলএসের প্লে-অফ উতরে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উত্তীর্ণ হলো তার দল। আর জয়ের ম্যাচে অসাধারণ এক রেকর্ডে নাম লেখালেন লিওনেল মেসি।
ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০ গোলে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন তারকা। তবে বর্তমান অ্যাকটিভ ফুটবলারদের ভেতর তার চেয়ে বেশি গোলে অ্যাসিস্ট করার কীর্তি নেই আর কারও। এর আগে হাঙ্গেরিয়ান সাবেক ফরোয়ার্ড ফেরেন্স পুস্কাস সর্বোচ্চ ৪০৪ অ্যাসিস্ট করেছিলেন। সেই রেকর্ডেরও দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মেসি।
আজ রোববার সকালে এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের ফলাফল নির্ধারণী তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। যেখানে দলের জয়ের রাতে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এছাড়া বাকি দুই গোল করেছেন তাদেও আলেন্দো। তাকে গোল করতে সহায়তা করে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন মেসি।
এদিন ম্যাচের প্রথমার্ধেই ইন্টার মায়ামিকে ২-০ গোলে এগিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা। দশম মিনিটে দারুন নৈপুণ্যে ম্যাচের ডেভলক ভাঙেন মেসি। সতীর্থের থেকে পাওয়া বল নিয়ে একাই প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সের দিকে এগিয়ে যান তিনি। ডি-বক্সের কাছে এসে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান বল।
এরপর ম্যাচের ৩৯তম মিনিটে দ্বিতীয় গোলটিও আসে মেসির পা থেকে। বক্সের বা প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ব্যাক পাসে বল পেয়ে যান তিনি। আর সেখান থেকে প্রথম টাচেই গোল করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে আলেন্দোকে গোল করতেও সহায়তা করেছেন এই তারকা ফুটবলার। যা তাকে নিয়ে গেছে নতুন মাইলফলকে।
এর আগে এমএলএসের প্লে-অফে প্রথম রাউন্ডের দুই খেলায় সমান একটি করে ম্যাচ জিতেছিল মায়ামি ও ন্যাশভিল। তাই আজকের এই লড়াই ছিল উভয় দলের জন্য রীতিমত নকআউট হিসেবে। প্রথম ম্যাচে ঘরের মাঠে ন্যাশভিলকে ৩-১ গোলে হারানোর পর প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-১ গোলে পরাজিত হয় ইন্টার মায়ামি। এবার জিতল ৪-০ ব্যবধানের বড় ব্যবধানে।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এফএএস