পাকিস্তান জাতীয় দলের হয়ে আরো একটি কীর্তি গড়লেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ব্যাটার। শনিবার (৮ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ব্যাট করতে নামার আগে বাবরের মোট রান ছিল ১৪ হাজার ৯৭৭। মাইলফলক থেকে মাত্র ২৩ রান দূরে থেকে আজ ব্যাটিংয়ে নামেন তিনি। ইনিংসের নবম ওভারেই ২৬ বল মোকাবিলায় ২৩ রান করে মাইলফলকে পৌঁছে যান এই ব্যাটার।
পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর। এই কীর্তির পথে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই তারকা ব্যাটার। বাবরের আগে এই কীর্তি গড়েন ইনজামাম উল হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াঁদাদ।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের মালিক ইনজামাম উল হক। তিন ফরম্যাট মিলিয়ে ৪৯৫ ম্যাচে ২০ হাজার ৫৪১ রান করেছেন এই সাবেক ক্রিকেটার। দুইয়ে আছেন ইউনিস। ৪০৮ ম্যাচে ১৭ হাজার ৭৯০ রান করেছেন এই সাবেক তারকা ব্যাটার।
তালিকার তিনে আছেন মোহাম্মদ ইউসুফ। টেস্ট৷ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৭৪ ম্যাচে ১৭ হাজার ১৩৪ রান করেন এই সাবেক। চারে আছেন জাভেদ মিয়াঁদাদ। ৩৫৭ আন্তর্জাতিক ম্যাচে ১৬ হাজার ২১৩ রান করেন এই তিনি। আর এই কিংবদন্তিদের পরেই ১৫ হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছেন বাবর।
অবশ্য এদিন মাইলফলক স্পর্শ করলেও ইনিংস লম্বা করতে পারেননি বাবর। দুর্ভাগ্যবশত রানআউটের শিকার হয়ে ফিরে যান তিনি। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫ চারের মারে ২৭ রান করেন। তাতে তার মোট আন্তর্জাতিক রান হয়েছে ১৫ হাজার ৪।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/বিটি