বিতর্ক ঘেরা এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। কিন্তু এত সময় পরও ট্রফি হাতে পায়নি চ্যাম্পিয়ন ভারত। এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় ভারতকে দেওয়া হয়নি এশিয়া কাপে ট্রফি।
তবে এবার আইসিসির সভা থেকে এই নাটকের শেষের শুরু হয়েছে। আইসিসির বৈঠকে ভারত ও পাকিস্তানের কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে সমাধান খোঁজার চেষ্টা চলছে। গতকাল (শুক্রবার) দুবাইয়ে আইসিসির বৈঠকের ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সংস্থা ‘পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে শইকীয়া বলেন, ‘আইসিসির দুটি বৈঠকেই আমি ছিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাকভিও সেখানে ছিলেন। আইসিসির বৈঠকে ট্রফি নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু আলাদা করে আমার ও নাকভির মধ্যে একটা বৈঠকের আয়োজন করেছিল আইসিসি। সেখানে আইসিসির দুই কর্তাও ছিলেন।’
বৈঠকের বিষয়ে শইকীয়া বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তিনি বলেন, ‘ভালোভাবে আলোচনা হয়েছে। দুই দেশই নিজেদের কথা বলেছে। কোনও রকম ঝগড়া বা কথা কাটাকাটি হয়নি। দুই দেশই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।’
এখন পর্যন্ত এশিয়া কাপের ট্রফি আইসিসির সদর দপ্তরে রয়েছে। নাকভির হাত থেকে ট্রফি না নিলে তিনি ট্রফি দেবেন না বলে শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে শইকীয়া বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে চাইছে দুই দেশ। বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। ওরা কিছু প্রস্তাব দিয়েছে। আমরাও দিয়েছি। এবার দেখি কী করা যায়।’
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এআই