Connect with us
ক্রিকেট

কুয়েত-আরব আমিরাতে পর নেপালের কাছেও হারল ভারত

India and Nepal in Hong Kong sixes tournament
হংকং সিক্সেসে ভারত ও নেপাল। ছবি- সংগৃহীত

বৃষ্টি আইনে পাকিস্তানকে হারিয়ে হংকংয়ের সিক্সেস টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। তবে এরপর যেন জিততেই ভুলে গেছে দলটি। পরের ম্যাচেই কুয়েতের কাছে পরাজিত হয়ে তিন দলের গ্রুপে তৃতীয় হয়ে কাপ লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা। খেলতে হচ্ছে চার গ্রুপের তলানিতে থাকা দলগুলোর সঙ্গে বোল রাউন্ড।

এই রাউন্ডে চার দলের মধ্যে শীর্ষে থাকা দুই দল খেলার সুযোগ পেত বোল রাউন্ডের ফাইনালে। তবে সেখানে নিজেদের প্রথম ম্যাচের সংযুক্ত আরব আমিরাতের কাছে পরাজিত হয়েছে ভারত। এবার দ্বিতীয় ম্যাচেও নেপালের কাছে হারতে হয়েছে তাদের। নেপার পেয়েছে ৯২ রানের বড় জয়।

হংকংয়ে অনুষ্ঠিত বিশেষ ফরমেটের টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১২ দল। যেখানে খেলা হয়ে থাকে ৬ ওভারে, ক্রিকেটার থাকে প্রতি দলে ৬ জন। এই টুর্নামেন্টে আছে তিন স্তরের লিগ। যেখানে গ্রুপ পর্বের শীর্ষ দুটি করে দল সুযোগ পায় ‘কাপ’ স্তরের কোয়ার্টার ফাইনাল ও পরবর্তী লিগ খেলার। আর কোয়ার্টার থেকে বিদায় নেয়া দলগুলো পরবর্তীতে খেলবে ‘প্লেট’ স্তরে।



অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বাংলাদেশ এখন খেলবে প্লেট লিগে। এদিকে নিম্ন স্তরের বোল লিগে খেলছে ভারত। যেখানে চার দল একে অপরের মুখোমুখি হবে। নিজেদের খেলা প্রথম দুই ম্যাচেই আরব আমিরাত ও নেপালের কাছে পরাজিত হয়ে বোল লিগের ফাইনাল খেলাও কঠিন হলো ভারতের।

আজ আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১৩৭ রানের বিশাল সংগ্রহ পায় নেপাল। ১৭ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৫৫ রানের অসাধারণ ইনিংস খেলেন ওপেনার রাশিদ খান। সন্দীপ জোরার ব্যাট থেকে আসে ১২ বলে ৪৭ রান ও লোকেশ বাম করেন ৭ বলে ৩১ রান। জবাবে ৩ ওভারে ৪৫ রান করে অলআউট হয় ভারত।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট