হংকংয়ে অনুষ্ঠিত বিশেষ ফরমেটের টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। যেখানে খেলা হয়ে থাকে ৬ ওভারে, ক্রিকেটার থাকে প্রতি দলে ৬ জন। ১২ দলের ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছিল টাইগাররা। তবে নকআউট পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা।
আইসিসি অনুমোদিত হাই স্কোরিং এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে অজিদের কাছে ৫৪ রানে পরাজিত হয় বাংলাদেশ। আবু হায়দার রনি ১৮ বলে ফিফটি করলেও দলকে জেতাতে পারেননি। কেননা এর আগেই বোলারদের ব্যর্থতায় রানের পাহাড়ে চাপা পড়েছিল টাইগাররা।
এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ পায় অজিরা। বিপরীত রান তাড়া করতে নেমে ৯৫ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিশ্চিত বাংলাদেশের।
এদিন অস্ট্রেলিয়ার হয়ে ১৪ বলে ৮ ছক্কায় ৫১ করেন বেন ম্যাকডরমট। ১১ বলে ১ চার আর ৭ ছক্কায় অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ৫০। এছাড়া ৬ বলে ৫ ছক্কায় ৩০ করেন উইলিয়াম বসিস্তু। আর এতেই জয়ের ভিত গড়ে যায় অজিদের। বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশকে আগেই ম্যাচ থেকে ছিটকে দেয় তারা।
জবাবে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই রান পাননি। হাবিবুর রহমান সোহান আর জিসান আলম ২ বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান। আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৩ বলে ৭ রান। এরপর হারের ব্যবধান কমান আবু হয়েছিল রনি ও রাকিবুল হাসান।
এদিন ১৮ বলে ২ চার আর ৭ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আবু হায়দার রনি। ১০ বলে ১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ২৫ করেন আরেক বোলার রাকিবুল হাসান। এতে ৯৫ রান পর্যন্ত করতে পারে বাংলাদেশ। অবশ্য চলতে টুর্নামেন্টে এটাই ছিল টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এফএএস