Connect with us
ক্রিকেট

সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ ইমরুল, প্রধান কোচ সোহেল

ইমরুল ও সোহেল
ব্যাটিং কোচ ইমরুল কায়েস ও হেড কোচ সোহেল ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন বিপিএলকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ সোহেল ইসলামকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় পেসার সৈয়দ রাসেল, আর ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন কিমস্লে রব।

শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট টাইটান্সের এক কর্মকর্তা। তিনি জানান, কোচিং প্যানেল চূড়ান্ত হওয়ার পর এখন দলের ক্রিকেটারদের তালিকা গুছিয়ে নেওয়ার কাজ চলছে।

এরই মধ্যে দুজন দেশি তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। তাদের মধ্যে মিরাজের কাঁধেই দেওয়া হবে অধিনায়কের দায়িত্ব।



এছাড়া ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়েছে তারকা পেসার তাসকিন আহমেদ এবং বর্তমানে জাতীয় দলের নিয়মিত মুখ অলরাউন্ডার সাইফ হাসানকে। এছাড়াও আলোচনায় আছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

তবে বিসিবি থেকে বলা হয়েছিল ১৭ নভেম্বরের আগে প্রত্যেক দল দুজন প্লেয়ারকে ডিরেক্ট সাইনিং করাতে পারবে। কিন্তু ফ্র‍্যাঞ্চাইজি মালিকদের দাবি ছিল তিন জন করে। এ বিষয়ে হয়তো আজকে বিস্তারিত জানা যাবে।

এদিকে, বিপিএলের নতুন মৌসুম ঘিরে এবার আগ্রহও তুঙ্গে। গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন তালিকায় পাঁচটি দল অংশ নিচ্ছে এবারের আসরে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে। ট্রায়াঙ্গাল সার্ভিস নিয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি, নাবিল গ্রুপের হাতে গেছে রাজশাহীর মালিকানা। সিলেট পেয়েছে ক্রিকেট উইথ সামি, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে আছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

সিলেট দলের এক মুখপাত্র জানায়, নতুন নাম, নতুন কোচিং স্টাফ, এবং নতুন মালিকানায় বিপিএলের এই আসরে নিজেদের আলাদাভাবে উপস্থাপন করতে চায় সিলেট টাইটান্স।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট