বিশ্বব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেয়ার চেষ্টায় আইসিসি। আগে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া—এই চার অঞ্চলের কিছু দেশেই ক্রিকেট আবদ্ধ ছিল। আমেরিকার প্রতিনিধি বলতে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। এরপর সম্প্রতি উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এছাড়া আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশে ক্রিকেটের হাওয়া লাগলেও নিজেদের মেলে ধরার বড় কোনও প্লাটফর্ম ছিল না তাদের।
এবার লাতিন আমেরিকার দেশ গুলোর মধ্যে ক্রিকেটীয় লড়াই বাড়াতে নতুন টুর্নামেন্টের আদলে প্লাটফর্ম তৈরি করতে যাচ্ছে আইসিসি। আর এতে আরও ব্যাপক ভাবে ক্রিকেট খেলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা জেগেছে আর্জেন্টিনা-ব্রাজিলের মতো ক্রিকেটে নতুন পথচলা শুরু করা দেশগুলোর। সবশেষ আইসিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘প্যান-আম গেমসে’ যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট।
ক্রিকেট ছড়িয়ে দিতে এর আগে এশিয়ান গেমস ও আফ্রিকান গেমসেও এই খেলা যোগ হয়েছে ২০২৩ সালে।এছাড়া লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে প্রায় ১২৮ বছর পর ক্রিকেট ফিরেছে বৈশ্বিক ক্রীড়ার সবচেয়ে বড় আসরে। এবার লাতিন আমেরিকায় প্যান অ্যাম গেমসেও চালু হতে যাচ্ছে ক্রিকেট। আগামী ২০২৭ সালের আসরে প্রথমবার এই গেমসে খেলা হবে ক্রিকেট।
এর আগে কেবল দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেতো আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলগুলো। তবে আইসিসির এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু দক্ষিণ আমেরিকা নয়, বরং দুই (উত্তর ও দক্ষিণ) আমেরিকার দেশগুলো একে অপরের মুখোমুখি হতে পারবে এই প্রতিযোগিতায়।
এতে আমেরিকার অঞ্চল ভিত্তিক ক্রিকেট আরো সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর নিজেদের আন্তর্জাতিকভাবে খুব একটা মেলে ধরার সুযোগ না পাওয়া লাতিন আমেরিকার দেশগুলো একটা ভালো প্লাটফর্ম পাবে নিজেদের প্রতিভার জানান দেওয়ার। এতে করে ফুটবলে জনপ্রিয় দেশগুলোতে আরও শক্তিশালী হবে ক্রিকেট।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এফএএস