Connect with us
ক্রিকেট

এসএ টি-টোয়েন্টি খেলা হচ্ছেনা তাইজুলের

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি–টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় ছিলেন তাইজুল ইসলাম। ডারবান সুপার জায়ান্টস সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিলাম থেকে এই বাঁহাতি স্পিনারকে ৫ লাখ র‌্যান্ডে (প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাইজুলের জায়গায় দলে ফিরিয়ে এনেছে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনকে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ইএসপিএনক্রিকইনফো’ জানিয়েছে, ডারবানের নতুন স্কোয়াডে উইলিয়ামসন যুক্ত হয়েছেন তাইজুলের বদলি হিসেবে। যদিও এই পরিবর্তনের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এসএ টি–টোয়েন্টির চতুর্থ আসরেও কোনো বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক হচ্ছে না।

গত আসরেই ডারবানের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। আট ম্যাচে ৪৬.৬০ গড়ে করেছিলেন ২৩৩ রান, স্ট্রাইক রেট ছিল ১১৮.৮৭। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পরও তাঁকে ছেড়ে দিয়েছিল দলটি। অবশেষে তাঁকেই ফিরিয়ে আনল দলটি।



ডারবান সুপার জায়ান্টস গত মৌসুমে টেবিলের নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। এবার নতুনভাবে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। উইলিয়ামসনের সঙ্গে দলে আছেন জস বাটলার, সুনিল নারিন ও নূর আহমেদের মতো অভিজ্ঞ ও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি দাপিয়ে বেড়ানো তারকা ক্রিকেটাররা।

এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামসন। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বেছে বেছে সিরিজ খেলার চুক্তি করেছেন তিনি। ইংল্যান্ডের একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি গত মাসে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব নিয়েছেন কিউইদের সাবেক অধিনায়ক।

ডারবান সুপার জায়ান্টসের এই পরিবর্তনের ফলে এসএ টি-টোয়েন্টিতে অভিষেক ঘটছে না তাইজুল ইসলামের। যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে কোনো ক্রিকেটারের এসএ টি–টোয়েন্টিতে মাঠে নামা হয়নি।

এদিকে, তাইজুল এখন ব্যস্ত আছেন বাংলাদেশে হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়ে। আবার দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাংলাদেশে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। তাইজুল বিপিএলের সর্বশেষ আসরে খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। এবার অবশ্য বরিশাল দল অংশ নিচ্ছে না। বরিশাল না থাকলেও হয়তো অন্য দলের হয়ে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট