Connect with us
ক্রিকেট

নারী বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত আইসিসির

আইসিসি
নারী বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত আইসিসির মিটিংয়ে। ছবি: সংগৃহীত

দুবাইয়ে শেষ হলো আইসিসির ত্রৈমাসিক সভা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে অংশ নিয়েছিলেন প্রায় সব সদস্য দেশের শীর্ষ কর্মকর্তা। সভার শেষ দিনে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় নারী ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো।

সিদ্ধান্ত অনুযায়ী ২০২৯ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। এতদিন ৮ দলের সীমাবদ্ধতায় থাকা টুর্নামেন্টে এবার থেকে আরও দুটি দল যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটির মতে, এই উদ্যোগ নারী ক্রিকেটের মান ও প্রতিযোগিতা উভয়ই বাড়াবে, পাশাপাশি উদীয়মান দেশগুলোর জন্যও সুযোগ তৈরি করবে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৯ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে ১০টি দল। ১০ দলের বিশ্বকাপে ম্যাচ হবে সব মিলিয়ে ৪৮টি। টুর্নামেন্টের সাফল্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নারী ক্রিকেট আরও ছড়িয়ে পড়ে।”



সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হওয়া নারী দলের বিশ্বকাপে এবারের আসরে প্রায় তিন লাখ দর্শক মাঠে বসে ম্যাচ দেখেছেন, যা নারীদের ক্রিকেট ইতিহাসে এক অনন্য রেকর্ড। শুধু ভারতে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে এই টুর্নামেন্ট উপভোগ করেছেন প্রায় ৫০ কোটি দর্শক। এতেই বোঝা যায় নারী ক্রিকেটে দর্শকদের আগ্রহ আগের চেয়ে দ্বিগুণ হারে বেড়েছে।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে নারীদের ৮ দলের বিশ্বকাপই হচ্ছে। সর্বশেষ আসরেও খেলেছে ৮ দল, যেখানে হয়েছে সর্বমোট ৩১ ম্যাচ। ৭টি আসরে ৮ দলের বিশ্বকাপ হওয়ার পর এবার দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এছাড়া আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল ১২টি। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতে খেলেছে ১০টি দল। যদিও এই বিশ্বকাপ আয়োজনের কথা ছিল বাংলাদেশে। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় আরব আমিরাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে যেখানে খেলবে ১২টি দল।

তবে সভায় একটি বিতর্কিত বিষয় অমীমাংসিতই থেকে গেছে। এশিয়া কাপজয়ী ভারতীয় দলকে এখনো ট্রফি না দেওয়ার প্রসঙ্গটি তুলেছিলেন কয়েকজন সদস্য, কিন্তু এসিসির সভাপতি মহসিন নাকভির কাছ থেকে সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা মেলেনি। যেকারণে এশিয়া কাপ ট্রফির বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট