আগের দিন অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল নারী দল। তবে থেমে নেই পুরুষরা। এবার ইন্দোনেশিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল পুরুষ দল। গ্রুপ পর্বে নিজেদের টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে জুনিয়র সেলেসাওরা। দেখার বিষয় মেয়েদের সাফল্য ছাপিয়ে যেতে পারে কিনা ছেলেরা।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) দোহার অ্যাস্পায়ার একাডেমি মাঠে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে পরাজিত করে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। বড় জয়ের রাতে দলটির হয়ে একটি করে গোল করেছেন লুইস এডুয়ার্ডো, মোরাইস ও রুয়ান পাবলো। অপর গোল আসে প্রতিপক্ষের আত্মঘাতী হিসেবে।
এদিন শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করা ব্রাজিল প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পায়। ম্যাচের তৃতীয় মিনিটে লুইস এডুয়ার্ডোর দারুণ শটে এগিয়ে যায় তারা। এরপর ৩৩তম মিনিটে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার পুটু পাঞ্জির আত্মঘাতী গোলে বেড়ে যায় ব্যবধান। এরপর ৩৯তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন মোরাইস।
পিছিয়ে থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্দোনেশিয়া। উল্টো ৫৮তম মিনিটে গোল করে দলের জয় ব্যবধান আরও বড় করেন রুয়ান পাবলো। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ম্যাচ শেষ হয় ৪-০ ব্যবধানে। আর এতে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ব্রাজিল যুব দল।
নিজেদের খেলা টানা দুই জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী সোমবার তারা মুখোমুখি হবে জাম্বিয়ার বিপক্ষে। অন্যদিকে টুর্নামেন্টে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পথে ইন্দোনেশিয়া। আর দুই জয়ে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট পাওয়া জাম্বিয়া শেষ ম্যাচে লড়াই করবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এফএএস