ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শুরুতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপর পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ খেলবে লঙ্কানরা।
আসন্ন এই দুই সিরিজকে সামনে রেখে আজ (৭ নভেম্বর) ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বরাবরের মতোই নেতৃত্বে থাকছেন দলটির নিয়মিত অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
ওয়ানডে দলে ইনজুরির কারণে জায়গা হয়নি দিলশান মাদুশঙ্কার। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এশান মালিঙ্গা। আর টি-টোয়েন্টি দলে ইনজুরির কারণে বাদ পড়েছেন মাতিশা পাথিরানা। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো।
আগামী ১র নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৩ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে এবং ১৫ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৭ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে দলগুলো একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। এরপর ১৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর লাহোর পাড়ি জমাবে দলগুলো। সেখানে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো। গাদ্দাফি স্টেডিয়ামে ২২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর ২৫ নভেম্বর জিম্বাবুয়ে এবং ২৭ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মোকাবিলা করবে লঙ্কানরা।
শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড :
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশরা, কুশল মেন্ডিস, সাদীরা সমারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, এশান মালিঙ্গা।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড :
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশরা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, জনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশান হেমন্থা, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো, এশান মালিঙ্গা।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/বিটি