পাঁচ দল নিয়ে আগামী ডিসেম্বরে পর্দা উঠছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। চলতি মাসে অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট। তবে ড্রাফটের আগে দুই কিংবা তিনজন দেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। আর এই সুযোগ কাজে লাগিয়েছে ঢাকা ক্যাপিটালস।
বিপিএলের ড্রাফটের আগে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ঢাকা। গতকাল জানা গিয়েছিল তাসকিন আহমেদের নাম। এবার সেই তালিকায় যুক্ত হলেন মারকুটে ব্যাটার সাইফ হাসান। আগামী বিপিএলে রাজধানীর এই ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলবেন তিনি। আজ (শুক্রবার) ঢাকা ক্যাপিটালস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাইফকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে।
বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেন সাইফ হাসান। ফ্রাঞ্চাইজিটির হয়ে ১৩ ইনিংসে ১১৯.০৭ গড় ও ২৫.৫০ গড়ে ৩০৬ রান করেন এই ব্যাটার। এবারের আসরেও অংশ নিচ্ছে রংপুর। তবে এবার নতুন ঠিকানায় দেখা যাবে সাইফকে।
অবশ্য ২০২৪ আসরে ঢাকার হয়ে খেলেছিলেন সাইফ। সেই আসরে ৮ ম্যাচে ১৪৫ রান করেন তিনি। অবশ্য তখন ঢাকার মালিকানা ছিল ভিন্ন প্রতিষ্ঠান। গত আসরে ঢাকার মালিকানা নেয় রিমার্ক হারল্যান। এই প্রতিষ্ঠানের অধীনে প্রথমবার অংশ নিয়ে সফল হতে পারেনি ঢাকা।
তবে এবার নতুন করে ফ্রাঞ্চাইজির মালিকানা দিয়েছে বিসিবি। বিপিএলের পরবর্তী পাঁচ আসরের জন্য ঢাকার মালিকানা ধরে রেখেছে রিমার্ক হারল্যান। প্রথমবার ভালো করতে না পারলেও এবারের আসরে বাজিমাত করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে রাজধানীর ফ্রাঞ্চাইজিটি।
গত আসরে ঢাকার হয়ে খেলেন তানজিদ হাসান তামিম, লিটন দাস৷ মুস্তাফিজুর রহমানের মতো তারকারা। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ফ্রাঞ্চাইজিটি। এবারের আসরের জন্য ইতোমধ্যে দলে ভিড়িয়েছে দুই বড় নাম। এখন দেখার বিষয় ড্রাফট থেকে কাদেরকে দলে নেয় ফ্রাঞ্চাইজিটি।
আগামী ১৭ নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। সব ঠিক থাকলে ডিসেম্বরের ১৯ তারিখ পর্দা উঠবে এবারের আসরের।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/বিটি