Connect with us
ক্রিকেট

ভারত ও শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

The 2026 T20 World Cup will be held across eight venues in India and Sri Lanka.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি- সংগৃহীত

আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০২৬ আসরটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। দুটি দেশের মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

ভারতের মোট ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে ফাইনালের ভেন্যু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাকি চারটি ভেন্যু হলো—মুম্বাই, দিল্লি, চেন্নাই ও কলকাতা। আর শ্রীলঙ্কায় তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর মধ্যে কলম্বো ও পাল্লেকেল্লেকে চূড়ান্ত করেছে আইসিসি। বাকি একটি ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হলেও এখনো গ্রুপিং চূড়ান্ত হয়নি। যে কারণে এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়নি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী বেশির ভাগ দল গ্রুপিং ও সূচির অপেক্ষায় আছে।



তবে খুব শিগগিরই প্রকাশ করা হবে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এমনিটাই জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

গত আসরের মতো এবারও ২০ দল নিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ২০ দল। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে ইতালি। এছাড়া সবশেষ আসরে খেলতে না পারা জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত এবার বিশ্বকাপের টিকিট পেয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে ১৪ দল। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৭ দল—বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। আর আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে।

বাকি ৬ দল আঞ্চলিক বাছাইপর্ব খেলে মূল পর্বের টিকিট পেয়েছে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডস ও ইতালি, আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট