বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)-এর প্রতি অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন।
স্ট্যাটাসে মাশরাফি লেখেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।
সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ তোলেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টাইগ্রেস পেসার জাহানারা আলম। তার এই বক্তব্যের পর বিষয়টি দেশের ক্রীড়া মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
মাশরাফির এই স্ট্যাটাসে অনেকে মন্তব্য করে বিসিবিকে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। ক্রিকেট প্রেমীদের অনেকে সাবেক অধিনায়কের বক্তব্যকে সময়োপযোগী ও সাহসী মন্তব্য বলেও উল্লেখ করেছেন।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/এসএ