Connect with us
ক্রিকেট

জাহানারার পাশে তামিম, যা বললেন ফেসবুক পোস্টে

জাহানারা ও তামিম
জাহানারার পাশে তামিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগকে ‘গুরুতর’ বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর মতে, অভিযোগগুলো যদি সত্য হয়, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি নিয়ে স্বাধীনভাবে তদন্ত হওয়া জরুরি।শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

শুধু তাই নয়, জাহানারার মত অন্য যত নারী ক্রিকেটার আছেন যারা বিভিন্ন সময় হেনস্তার শিকার হয়েছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম বলেছেন আপনারা যারা এসবের ভুক্তভোগী তারা যেভাবে পারেন, সরাসরি বা আকারে-ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করেন। দেশের ক্রিকেট তথা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তারা যেন সাহসিকতার সহিত সামনে এগিয়ে আসেন সে আহবানও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘শুধু জাহানারা একজন জাতীয় ক্রিকেটার বলেই নয় যে কোনো নারী ক্রীড়াবিদ, যে কোনো পর্যায়ের খেলোয়াড়ের প্রতিই এমন আচরণ অগ্রহণযোগ্য। বিসিবি তদন্ত কমিটি করেছে ঠিকই, কিন্তু এই কমিটিতে পক্ষপাতের আশঙ্কা থেকেই যায়। তাই জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবির কেউ থাকবে না।’



Tamim's Facebook status

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচনা করে তামিম বলেন, কিছুদিন আগেও জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, কিন্তু বিসিবি সেটা গুরুত্ব না দিয়ে একপ্রকার উড়িয়ে দিয়েছে। একজন জাতীয় দলের ক্রিকেটার,সাবেক অধিনায়ক যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, তখন অবশ্যই সেটা ভালোভাবে খতিয়ে দেখা উচিত ছিল। কিন্তু বিসিবি সেটা যাচাই না করেই যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, তা কখনোই তা কাম্য নয়।তাই তিনি বিসিবির প্রতি আহবান রেখেছেন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

তামিম তার ফেসবুক পোস্টে আরও বলেন, যদি জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা হয়, তাহলে ভবিষ্যতে কোনো নারী ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা সেটা কখনোই হতে দিতে পারি না।

তাই সকল নারী ক্রিকেটারদের প্রতি পাশে থাকার অঙ্গীকার করে তামিম বলেছেন, সবাই যেন নির্ভয়ে সাহসের সহিত সবকিছু খুলে বলে।পাশাপাশি দেশের ক্রিকেটের স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট