Connect with us
ক্রিকেট

যৌন হয়রানির প্রতি ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন মুশফিক

Mushfiqur Rahim statement against harassment
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে রীতিমত ঝড় তুলে গেছে নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকার। যেখানে তিনি বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এবার যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম।

জাহানারা আলমের সেই অভিযোগের পর তার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন একাধিক সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠন। এমনকি সরকার থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার এই বিষয়ে নিজের ফেসবুক একাউন্টে ‘যৌন হয়রানির প্রতি জিরো টলারেন্স’ লেখা একটি ফটোকার্ড শেয়ার করেছেন মুশফিক।

তার সেই পোস্টের ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।’



তিনি আরও লেখেন, ‘যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

এমন ঘটনার নিন্দা জানিয়ে প্রভাবমুক্ত তদন্তের দাবি জানিয়েছেন সাবেক ক্রিকেটার মাশরাফি-তামিমরা। তবে লম্বা সময় নীরবতা পালনের পর গতকাল নিজের মুখ খুলেছেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম। জাহানারার অভিযোগকে ভিত্তিহীন বলছেন তিনি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর সবার সঙ্গে চান কথা বলতে। তবে ততদিনে অনুমানবশত কোন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মঞ্জুরুল।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট