নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে নড়েচড়ে বসেছে ক্রিকেটাঙ্গন। এবার তার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি জানিয়েছে, জাহানারাকে সর্বোচ্চ সহায়তা করবে তারা এবং অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত যাতে হয় সেই দাবিও রাখছে তারা।
সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও কোচ তৌহিদের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। এর আগে নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধেও স্বজনপ্রীতিতার অভিযোগ এনেছিলেন তিনি। তবে বিসিবি থেকে সেগুলো আমলে নেওয়া হয়নি বরং জানিয়েছিল এমন কিছুর বাস্তবতা টিম ম্যানেজমেন্টে নেই। তবে সর্বশেষ সাক্ষাৎকারে জাহানারা যে অভিযোগ এনেছেন এর পর থেকেই ক্রিকেট মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক অধিনায়ক যখন এমন গুরুতর অভিযোগ তুলেছেন, তখন তা উপেক্ষা করার সুযোগ নেই। তিনি যে কষ্টের কথা বলেছেন, তা পুরো ক্রিকেট মহলকে নাড়িয়ে দিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যাদের বিরুদ্ধে জাহানারা অভিযোগ তুলেছেন কোচ, নির্বাচক, ম্যানেজার বা কর্মকর্তাসহ কেউ দায়ী থাকলে তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য হবে না।’
কোয়াব শুধু জাতীয় দল নয়, ঘরোয়া পর্যায়ের নারীক্রিকেটেও নজর রাখার আহ্বান জানিয়েছে। তাদের মতে, ‘নারী ক্রিকেটের জেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেন এই ধরনের ঘটনা গোপন না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। জাহানারার প্রতি সহানুভূতি নয়, আমরা পূর্ণ সমর্থন ও সহায়তা নিয়ে তার পাশে আছি।’
এই ঘটনার পর বিসিবি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলকে অনুমানের ওপর প্রতিবেদন করা থেকে বিরত থাকতেও অনুরোধ জানিয়েছে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/টিএ