আগামীকাল থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় খেলতে এসেছেন ফিলিস্তিনি নারী আর্চার রাশা। রিকার্ভ নারী এককে লড়বেন ৪২ বছর বয়সী এই আর্চার। এবার খেলতে এসে বাংলাদেশিদের নিজ দেশে স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করলেন রাশা ইয়াহিয়া আহমেদ।
দীর্ঘদিন যাবত ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। আর তার প্রতিবাদে রাস্তায় নামে বিশ্বের অনেক দেশ। সেই কাতারে শক্ত আওয়াজ তোলে বাংলাদেশও। আর দক্ষিণ এশিয়ার এই দেশের প্রতিবাদ জানানোর সরব আওয়াজ অজানা নয় ফিলিস্তিনিদের কাছে। রাশা নিজেও ভালো ভাবে জানেন বিষয়টা।
আর্চারি চ্যাম্পিয়নশিপের এই প্রতিযোগিতা শুরুর আগে পল্টনের আউটার স্টেডিয়ামে গতকাল অনুশীলন করেছেন রাশা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সমর্থন অনুভব করি। আপনাদের সমর্থন আমাদের কাছে পৌঁছায়। ইনশাআল্লাহ, একদিন আমরা আপনাদের ফিলিস্তিনে স্বাগত জানাতে চাই। সেখানে দেখা হবে।’
মাত্র তিন বছর আগে আর্চারি জগতে প্রবেশ করা রাশা নিজের ক্যারিয়ার নিয়ে বলেন, ‘তিন বছর আগে থেকে আমি আর্চারি শুরু করেছি। এখানে আসার আগে আমি অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছি। কোরিয়া, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যেগুলো ছিল খুবই উঁচু পর্যায়ের আয়োজন। এখানকার প্রস্তুতি খুবই সুন্দর, সবকিছুই আন্তর্জাতিক মানের।’

ফিলিস্তিনি আর্চার রাশা আহমেদ।
ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করতে পারার বিষয়ে রাশা আরও বলেন, ‘গাজা আমার শহর। একজন ফিলিস্তিনি হিসেবে বলছি সেখানকার বর্তমান পরিস্থিতি ভালো নয়, তারপরও আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, পতাকা উঁচিয়ে ধরি, তখন আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করি। এজন্য আমাদের সবাই সাধুবাদ জানায়।’
এদিকে ফিলিস্তিনের গাজায় জন্ম হলেও রাশা পড়াশোনা করেছেন ওমানে। মাসকটের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তোর ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অফিস ম্যানেজার হিসাবে কর্মরত আছেন রাশা।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/এফএএস