আবারও হাওয়া লাগতে শুরু করেছে ফিফা বিশ্বকাপের। ইতোমধ্যে বিশ্বমঞ্চের জন্য নিজেদের অফিসিয়াল জার্সি উন্মোচন করছে দলগুলো। এবার আসন্ন ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা জানালেন গেল আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক লিওনেল মেসি। আরও একবার বড় স্বপ্ন দেখছেন এই আর্জেন্টাইন তারকা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে আসন্ন ফুটবলের মহাআসর। ইতোমধ্যেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পেয়ে গেছে আর্জেন্টিনা। বাছাইপর্ব পেরিয়ে এখন বিশ্বকাপে ভালো করার প্রস্তুতিতে ব্যস্ত আলবিসিলেস্তেরা। সেই আসর নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন মেসি।
আজ ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামে মেসি কথা বলেছেন বিশ্বকাপ প্রসঙ্গে। যেখানে গেল আসরে শিরোপা জয়ের বিষয়েও উল্লেখ্য করেন তিনি, ‘আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে আসন্ন বিশ্বকাপ নিয়ে। এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল।’
সম্প্রতি ফিফা বিশ্বকাপ নিয়ে চলছে নানান ধরনের আলোচনা। বিশেষ করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এক সাক্ষাৎকারে বলেছেন বিশ্বকাপ জয় তার কোনও স্বপ্ন নয়। এমনকি ৬/৭ ম্যাচের টুর্নামেন্ট দিয়ে কারও সক্ষমতা যাচাই করতেও নারাজ ছিলেন তিনি। তবে তারপরেই মেসি বলেছিলেন একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন।
এর আগে গেল ২০২২ বিশ্বকাপ জয়ে দলের অন্যতম নায়ক ছিলেন মেসি। সেই শিরোপা জয় নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এটা ছিল বিশেষ। একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। বিশ্বকাপের চেয়ে বেশি কিছু আর নেই। এর আগে সবকিছু অর্জন করেছি ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে। এই ট্রফি দিয়ে আমার পুরো ক্যারিয়ার সম্পূর্ণ হয়েছে।’
মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলে চলেছেন লিওনেল মেসি। সেই হিসেবে বলা যায় যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ ‘হোম টুর্নামেন্ট’ হিসেবেই খেলতে যাচ্ছেন তিনি। এমনকি বিশ্বকাপ চলাকালে ৩৯তম জন্মদিন পালন করবেন মেসি। আগামী ১১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপের এই মেগাআসর।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এফএএস