Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের খসড়া সূচি জমা, ফাইনাল আহমেদাবাদে

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করা না হলেও শীঘ্রই বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইতোমধ্যে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খসড়া সূচি জমা দিয়েছে আইসিসির কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, সম্প্রতি বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের বিশ্বকাপ আয়োজন করা হবে সীমিত সংখ্যক শহরে। প্রতিটি ভেন্যুতে কমপক্ষে ছয়টি করে ম্যাচ রাখা হবে। চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই।



এছাড়াও সহযোগী আয়োজক শ্রীলঙ্কার তিনটি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের কিছু ম্যাচ, যদিও সেগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। বেঙ্গালুরু ও লখনৌ তে ম্যাচ আয়োজন করা হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি। নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু হওয়ায় বাদ পড়েছে গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও নবি মুম্বাই।

পাকিস্তানের সাথে রাজনৈতিক উত্তেজনার জেরে ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ মাঠ কলম্বোতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই। ভবিষ্যতেও দু’দল একে অপরের দেশে না গিয়ে তৃতীয় দেশে খেলবে। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। ৪ গ্রুপে মোট ২০ দল নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে ৮ দল উঠবে সুপার এইটে, যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে একে অপরের বিপক্ষে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট