Connect with us
ফুটবল

বিশ্বকাপ প্রসঙ্গে রোনালদোর মন্তব্যের কড়া জবাব দিলেন মেসি

Lionel Messi and Cristiano Ronaldo
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ফুটবল মাঠে পুরনো দ্বৈরথ ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। প্রতিনিয়ত ভক্ত সমর্থকরা তর্ক-বিতর্কে জড়ান— কে সেরা, তা নিয়ে। তবে বিশ্বকাপ জয়ের পর যেন সকল আলোচনা পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন মেসি। তবে সম্প্রতি এক মন্তব্যে রোনালদো প্রশ্ন তোলেন, বিশ্বকাপ দিয়ে সেরা ফুটবলার বাছাই করা উচিত কিনা সে প্রসঙ্গে।

এমনকি বিশ্বকাপ জেতা তার স্বপ্ন নয় বলেও উল্লেখ করেছেন রোনালদো। এবার এই পর্তুগিজ তারকার সেই সকল মন্তব্যের জবাব দিলেন লিওনেল মেসি। তার মতে একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। বিশ্বকাপের চেয়ে বেশি কিছু আর হতে পারে না। এই ট্রফি দিয়ে নিজের ক্যারিয়ার সম্পূর্ণ হয়েছে বলে মনে করেন মেসি।

এর আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আপনি যদি আমার কাছে জানতে চান, ক্রিস্টিয়ানো বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? না, এটা একটি স্বপ্ন নয়। এটা দিয়ে কী নির্ধারণ করা যায়? আমি ইতিহাসের সেরা কি না? ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করা কি ঠিক মনে করেন?’



এবার ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে রোনালদোর মন্তব্যের জবাবে বিশ্বকাপ জয় প্রসঙ্গে মেসি বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে, ওই মুহূর্তের (বিশ্বকাপ জয়ের) অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, আমার সতীর্থদের জন্য, এমনকি দেশের জন্য, ট্রফির মানে কী সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দীর্ঘ সময় পর আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল।’

মেসি আরও বলেন, ‘আমার জন্য এটা ছিল বিশেষ। প্রথমত, একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতাই সব। বিশ্বকাপের চেয়ে বেশি কিছু আর নেই। আপনি আর কিছু চাইতে পারেন না। আর আমি সৌভাগ্যবান যে আমি এটার আগে সবকিছু অর্জন করেছি ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে। এই ট্রফি দিয়ে আমার পুরো ক্যারিয়ার সম্পূর্ণ হয়েছে।’

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল