এবার নতুন পুরষ্কার চালু করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার নামে প্রচলন হতে যাচ্ছে পুরষ্কারটি।
গতকাল (বুধবার) ফিফা জানায়, এই পুরস্কারটি ‘ফিফা পিস প্রাইজ’ নামে পরিচিত হবে এবং ‘শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি জানাবে।’ আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার মতে, প্রতিবছর ‘বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে’ পুরষ্কারটি দেওয়া হবে।
বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুরস্কারটি সবার আগে ট্রাম্পের হাতে উঠবে কি না এমন প্রশ্নের উত্তরে ইনফান্তিনো বলেন, ‘৫ ডিসেম্বর আপনারা দেখতে পাবেন।’
ইনফান্তিনো আরও বলেন, ‘ক্রমবর্ধমান অস্থির ও বিভাজিত বিশ্বে যারা সংঘাতের ইতি টানতে এবং মানুষকে শান্তিপূর্ণ মনোভাবের সঙ্গে একত্রিত করতে; তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ফিফা সভাপতি সরাসরি কিছু না বললেও সকলের ধারণা, ট্রাম্পের সাথে সুসম্পর্কের কারণে প্রথমবারেই পদকটি পেতে পারেন এই মার্কিন প্রেসিডেন্ট।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এআই