আগেই জানা গিয়েছিল আসন্ন বিপিএলে খেলতে যাচ্ছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। যেখানে মালিকানার পরিবর্তন এসেছে একাধিক দলে। তাই কোন দল খেলবে কোন নামে, সেটা নিয়ে ছিল সমর্থকদের প্রশ্ন। এবার সকল ফ্র্যাঞ্চাইজির নাম নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী পরবর্তীতে দলগুলোর মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। নতুন করে নিশ্চিত করা হয়েছে সকল দলের নাম। যেখানে দেখা যায় কেবল পুরনো পরিচয় নিয়ে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। তবে বদল এসেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম।
আসন্ন বিপিএলে সকল ফ্রাঞ্চাইজের চূড়ান্ত নাম— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়েলস।
এর আগে গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর নির্ধারণ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা। যেখানে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস নতুন করে মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে।
এছাড়া নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, ক্রিকেট উইথ সামির সিলেট ও শাকিব খানের রিমার্ক-হারল্যান পুনরায় পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা রয়েছে এবারের বিপিএল। যার পর্দা নামতে পারে জানুয়ারির মাঝামাঝি সময়ে।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এফএএস