চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বিসিবিতে। ঠিক তার আগের দিনই জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আশরাফুল। ফলে দুজনকে ঘিরে নানা আলোচনা শুরু হয় ক্রিকেট মহলে।
তবে আশরাফুল জানিয়েছেন, সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক একদমই স্বাভাবিক। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে। আমি এমন কেউ নই, যার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম, তখনও উনি কোচিং করাতেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।”
গত বছরের ৫ নভেম্বর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। তার অধীনে ব্যাটারদের পারফরম্যান্স ছিল ওঠানামার মধ্যে। শেষ পর্যন্ত এক বছরের মাথায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। এদিকে একই সময়ে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে আয়ারল্যান্ড সিরিজের জন্য নিয়োগ পেয়েছেন আশরাফুল নিয়োগ।
১১ বছর পর জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরছেন একসময়কার “সুপারস্টার” খ্যাত আশরাফুল। তিনি বলেন, “ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিং নিয়ে পরিকল্পনা করছিলাম। আমি মাঠেই থাকতে চেয়েছি। এবার সেই সুযোগ এল। বাংলাদেশের ড্রেসিংরুমে আবার ফিরতে পেরে সত্যিই ভালো লাগছে। এখানে অনেক কোচের অধীনে খেলেছি, এখন তাদের শেখানো বিষয়গুলো ভাগ করে নিতে চাই নতুন প্রজন্মের সঙ্গে।”
নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাটারদের মানসিকভাবে প্রস্তুত করতে চান আশরাফুল। তার মতে, “আমি জানি সফলতা ও ব্যর্থতার মধ্যে পার্থক্য কোথায়। মানসিকভাবে শক্ত থাকা সবচেয়ে জরুরি।
ব্যাটারদের স্ট্যান্স বা টেকনিক বদলাবেন কি না এই প্রশ্নে আশরাফুল বলেন,“না, ব্যাপক পরিবর্তন নয়। (শিবনারায়ণ) চন্দরপল এমন অদ্ভুত স্ট্যান্সে ব্যাট করেও হাজার রান করেছেন। আমি চাই তারা নিজের মতো থাকুক, শুধু মানসিকভাবে দৃঢ় হোক।”
আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে আশরাফুলের কোচিং অধ্যায়। এই সিরিজে ভালো করতে পারলে হয়তো ভবিষ্যতের জন্যেও বিসিবির ভাবনায় থাকবেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/টিএ