অবশেষে আশঙ্কাই সত্যি হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রি হয়ে যাচ্ছে। আগামী ৩১ মার্চের আগেই নতুন মালিক পেতে পারে বিরাট কোহলি ও স্মৃতি মন্ধানাদের আরসিবি।
দলটির মালিক সংস্থা ডিয়াজিও বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আরসিবি বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) দল বিক্রির সিদ্ধান্ত জানানো হয়েছে।
ডিয়াজিওর মালিকানাধীন ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল)-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিএল এবং উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এ অংশগ্রহণকারী আমাদের দুটি দল রয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
ইউএসএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীণ সোমেশ্বর বলেন, আরসিএসপিএল (রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড) আমাদের মূল্যবান ও কৌশলগত সম্পদ হলেও এটি অ্যালকোবেভ ব্যবসার মূল অংশ নয়। আমরা ভারতের ব্যবসায়িক পোর্টফোলিও আরও কার্যকরভাবে পুনর্গঠন করতে চাই। আরসিবি-র ভবিষ্যৎ উন্নয়ন ও সব স্টেকহোল্ডারের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য।
এদিকে আগে থেকেই গুঞ্জন ছিল- ক্রিকেট থেকে নিজেদের সম্পৃক্ততা কমাতে চাইছে মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিক্রির ঘোষণা এলো।
বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি ২০২৫ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। এর এক বছর আগে- ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) চ্যাম্পিয়ন হয় স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন দলটি। টানা দুই আসরে পুরুষ ও নারী দলের এমন সাফল্যের পর হঠাৎ দল বিক্রির সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এনজি