Connect with us
ফুটবল

এক হালি গোলে ডর্টমুন্ডকে হারালো ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ডর্টমুন্ডের জালে এক হালি গোল ম্যানচেস্টার সিটির। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির গোলের ধারা অব্যাহত রয়েছে ইউরোপের মঞ্চেও। ঘরের মাঠ ইতিহাদে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪–১ গোলে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। দলের হয়ে দুটি গোল করেছেন ফিল ফোডেন, একটি করে পেয়েছেন আর্লিং হলান্ড ও হায়ান শের্কি। শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা।

বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে দাপট দেখায় পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের ১০ মিনিটের মাথায় ফোডেনের প্রথম চেষ্টা রুখে দেন ডর্টমুন্ডের গোলরক্ষক কোবেল। তবে সেটাও বেশিক্ষণ রক্ষা হয়নি। ২২তম মিনিটে টিয়ানি রেইনডার্সের পাস ধরে নিচু শটে গোল করেন ফোডেন।

পাঁচ মিনিট পরই স্কোরলাইনে নিজের নাম তোলেন হলান্ড। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। গোল করলেও উদযাপন ছিল একদম সাদামাটা। জেরেমি ডোকুর কাটব্যাকে ডি-বক্সের ভেতর থেকে শটে জাল খুঁজে পান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলতি আসরে এটি তার পঞ্চম গোল।



প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে ডর্টমুন্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সিটির ডিফেন্স বিভাগের দুর্দান্ত রক্ষণে গোলের কোনো খুঁজে পায়নি ডর্টমুন্ডের স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধে আরও একবার ঝলক দেখান ফোডেন। ৫৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি।

৭২তম মিনিটে গিয়ে গোলের দেখা পায় ডর্টমুন্ড। ভাল্ডামার আন্টনের গোলে ব্যবধান কমায় তারা। কিন্তু যোগ করা অতিরিক্ত সময়ের শুরুতে হায়ান শের্কি গোল করে সিটির জয় নিশ্চিত করেন। ঘরের মাঠে বরাবরের মতই এবারও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে সিটি।

এদিকে চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। অপরাজিত থেকে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ (১২ পয়েন্ট), সমান পয়েন্টে পরের দুটি স্থানে আর্সেনাল ও ইন্টার মিলান। অন্যদিকে প্রথমবার হারের দেখা পেয়ে ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমেছে ডর্টমুন্ড।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল