Connect with us
ফুটবল

ঘরের মাঠে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা

বার্সেলোনা বনাম ব্রুজ
বার্সেলোনা বনাম ব্রুজ। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে জয়ের পথে বারবার শেষ মূহুর্তে বাঁধার সম্মুখীন হয় বার্সেলোনা। পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য দেখালেও ক্লাব ব্রুজের সামনে দিশাহারা ছিল হান্সি ফ্লিকের দল। তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে ম্যাচটি শেষ হয় ৩–৩ সমতায়। শুরু থেকেই ম্যাচে দারুণ ছন্দে ছিল ব্রুজ। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা। কার্লোস ফোর্বসের ক্রসে নিখুঁত হেডে গোল করেন নিকোলো ট্রেসোল্ডি। এক মিনিটের ব্যবধানে সমতায় ফেরে বার্সেলোনা। ফের্মিন লোপেসের ক্রসে বল জালে পাঠান ফেরান তোরেস।

১৭তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে বার্সা। আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে গোল করেন ফোর্বস। প্রথমার্ধে আরও একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ইয়ামাল ও তোরেস।



দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় ইয়ামালের দারুণ এক গোল থেকে। ৬০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ কারিকুরিতে গোল করে সমতা ফেরান এই তরুণ তারকা। কিন্তু দুই মিনিট পরই আবার এগিয়ে যায় ব্রুজ। ফানাকেনের পাসে দৌড়ে গিয়ে গোল করেন ফোর্বস।

৭৭তম মিনিটে ভাগ্য সহায় হয় বার্সার। ইয়ামালের ক্রসে হেড করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ব্রুজের খেলোয়াড় খ্রিস্তোস জোলিস। ব্রুজের আত্নঘাতী এই গোলের নিশ্চিত হার এড়ায় স্বাগতিকরা।

পুরো ম্যাচে বল দখলে ৭৮ শতাংশ সময় ছিল বার্সেলোনার নিয়ন্ত্রণে। তবু ২৩টি শট নিয়ে মাত্র ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্রুজের ১০ শটের ৬টি লক্ষ্যে যায়। ম্যাচের বেশিরভাগ নিয়ন্ত্রণ বার্সা নিজের কাছে রাখলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি।

এই ড্রয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে অবস্থান ব্রুজের। গ্রুপে টানা জয়ে শীর্ষ তিনে রয়েছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল