ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪১ ছুঁইছুঁই। এখনো তিনি ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন স্বমহিমায়। শুধু তাই নয়, ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছুঁতে ছুটে চলছেন পর্তুগিজ ফুটবলের এই তারকা।
এবার পরিবারের কথা ভেবে শিগগিরই সাত নম্বর জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
অথচ এক মাস আগে রোনালদো জানিয়েছিলেন, অবসরে যাওয়ার আগে তিনি ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান। তবে এবার সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন।
সাংবাদিক পিয়ার্স মরগানের প্রশ্নের উত্তরে রোনালদো বলেছেন, শিগগিরই…। তবে এটি আমার জন্য মোটেও সহজ নয়। আমি প্রস্তুত থাকবো কিন্তু খুবই কঠিন হবে।
তিনি জানিয়েছেন, ফুটবল ছাড়ার পর নিজের ও পরিবারের জন্য সময় দেবেন। বিশেষ করে বাচ্চাদের লালন-পালনে মনোযোগ দিতে চান।
রোনালদো জানিয়েছেন, ফুটবল তার জীবনের এক বড় অংশ।
তিনি বলেন, আমি ২৫–২৭ বছর বয়স থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে আসছি। সেই চাপ সহ্য করতে আমি সক্ষম।
আগামী ফেব্রুয়ারিতে ৪১ বছরে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন। বর্তমানে রোনালদোর গোলসংখ্যা ৯৫২। হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করতে হলে আরও ৪৮টি গোল করতে হবে, যার জন্য অন্তত দেড় মৌসুম খেলা প্রয়োজন। ফর্ম ধরে রাখতে না পারলে এই সময় আরও বেড়ে যেতে পারে।
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/এনজি