হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চেয়ে আলোচনায় মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়তে চান তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন সালাউদ্দিন। তাকে রেখে দেওয়ার চেষ্টা চালানোর কথাও জানিয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। খানিক বাদেই বিসিবি নিশ্চিত করেছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
আজ (বুধবার) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই শেষ হচ্ছে গত বছরের নভেম্বরে নিয়োগ পাওয়া মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং অধ্যায়।
বিসিবির নির্বাহী সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বিসিবির বিবৃতিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’
ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়তে চাওয়া সালাউদ্দিনের অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছিল না বাংলাদেশ দলের ব্যাটারদের। সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাটারদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট।
গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/এআই