Connect with us
ফুটবল

নেপাল ও ভারত ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ

Bangladesh announces squad for matches against Nepal and India.
বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিরতি দেখায় ভারতকে ঘরের মাঠে আতিথ্য দেবে বাংলাদেশ। এই ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি খেলবে লাল-সবুজের দল। আসন্ন এই দুটি ম্যাচের জন্য আজ (বুধবার) ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভারত। ভারতের বিপক্ষে এই ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার হলেও এই ম্যাচ নিয়ে উত্তেজনার কোনো কমতি নেই। বাংলাদেশের দল ঘোষণার আগে আজ বিকেলেই দল ঘোষণা করেছে ভারত।

এশিয়ান কাপের বাছাইয়ে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৪ ম্যাচ খেলে ২ ড্রয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে লাল-সবুজের দল। তাই ভারত ম্যাচ দিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে চান হামজা-জামালরা। অন্যদিকে ভারতের অবস্থা অনেকটা বাংলাদেশের মতোই। তারাও দুই ড্রয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে৷ তাই বাংলাদেশ ম্যাচ দিয়ে ৩ পয়েন্ট পেতে মুখিয়ে আছে খালিদ জামিলের দল।



এদিকে নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে গত ৩০ অক্টোবর শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। ২৮ জন নিয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। তবে এখনো ক্যাম্পে যোগ দিতে পারেননি সবাই। জাতীয় স্টেডিয়ামে ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করাচ্ছেন কাবরেরা। বসুন্ধরা কিংসের দশ জন ফুটবলার এখনো রিপোর্ট করেননি। তাদের ৭ নভেম্বর ক্যাম্পে রিপোর্ট করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ শুরু থেকেই ক্যাম্পে আছেন। আর ইংল্যান্ডের লেস্টার সিটির হামজা চৌধুরি ১০ ও কানাডার ক্যাভালরি এফসির শামিত সোমের ১২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে ইতালি প্রবাসি ফাহামিদুল ইসলাম এবার ডাক পাননি। দুই হলুদ কার্ডের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তিনি। তাই তরুণ ফরোয়ার্ডকে এবার ডাকেননি কোচ কাবরেরা।

আগামী ১৮ নভেম্বর হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮ টায় শুরু হবে এই ম্যাচটি।

নেপাল ও ভারত ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : 

গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, সুজন হোসেন।

ডিফেন্ডার : তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম, শাহরিয়ার ইমন।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল