Connect with us
ক্রিকেট

হংকং সুপার সিক্সে খেলা হচ্ছেনা সাইফুদ্দিনের

মোহাম্মদ সালাউদ্দিন
ইনজুরিতে ছিটকে গেলেন সাইফুদ্দিন। ছবি: সংগৃহীত

হংকংয়ে শুরু হতে যাচ্ছে সিক্স-সাইড ক্রিকেটের জমজমাট টুর্নামেন্ট হংকং সিক্সেস ২০২৫ । আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে এই আসর। গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করলেও শেষ মুহূর্তে দলে পরিবর্তন এসেছে।

গোড়ালির চোটে পড়ায় খেলা হচ্ছে না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। চট্টগ্রামে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, পুরোপুরি সেরে উঠতে তার আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। ফলে হংকং সফর থেকে শেষ মূহুর্তে ছিটকে পড়েছে এই অলরাউন্ডার।

সাইফউদ্দিনের পরিবর্তে দলে যোগ দিয়েছেন হাবিবুর রহমান সোহান। তাকে নিয়েই সোমবার রাতে হংকংয়ের উদ্দেশে রওনা দেয় আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।



আসন্ন আসরে বাংলাদেশ দলে রয়েছেন আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।

বিসিবি জানিয়েছে, দলটি এখন হংকং পৌঁছে স্থানীয় সময় অনুযায়ী গতকাল (মঙ্গলবার) বিকেল থেকে প্রথম অনুশীলন শুরু করেছে। তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলভিত্তিক স্কোয়াড।

এর আগে সাইফুদ্দিন বাংলাদেশের হয়ে সর্বশেষ আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি খেলেছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং পারফর্মেন্স করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। কিন্তু তার পরের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হারান তিনি। নির্বাচকদের মতে, দলের কম্বিনেশনের কারণেই সাইফুদ্দিনকে রাখা সম্ভব হয়নি।তাই জাতীয় দলের হয়ে নিজের জায়গা শক্ত করার অন্যতম উপায় ছিল এই হংকং সুপার সিক্সে পারফর্ম করা। কিন্তু ইনজুরির কারণে আবারও ছিটকে যেতে হলো তাকে।

উল্লেখ্য, ২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট একসময় নিয়মিত আয়োজিত হতো। দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে আবার মাঠে ফেরে এই প্রতিযোগিতা। এরপর ২০২৪ সালে অনুষ্ঠিত হয় নতুন আসর, যেখানে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এবার টানা দ্বিতীয় বছরের মতো অংশ নিচ্ছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট