অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১–০ গোলে হারিয়েছে লিভারপুল। আর্নে স্লটের দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পুরো ম্যাচে বল দখলে রিয়াল কিছুটা এগিয়ে থাকলেও সুযোগ তৈরির দিক থেকে পিছিয়ে ছিল তারা।
প্রথমার্ধেই কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল লিভারপুল। সোবোসলাইয়ের নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর পাল্টা আক্রমণে জুড বেলিংহামের শট ফিরিয়ে দেন লিভারপুলের গোলকিপার গিওর্গি মামারদাশভিলি।
৩০ মিনিটে সোবোসলাইয়ের শট রিয়ালের চুয়ামেনির হাতে লাগলেও রেফারি পেনাল্টি দেননি। ভিএআরে যাচাই করে রেফারি তার সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করে রিয়ালের রক্ষণভাগকে চাপে রাখতে সক্ষম হয়। অবশেষে ৬১তম মিনিটে আসে দলের একমাত্র গোল। ফ্রি কিক থেকে সোবোসলাইয়ের তোলা নিখুঁত ক্রস হেড করে জালে পাঠান অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের।
শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। তবে তাদের আক্রমণগুলো লিভারপুলের রক্ষণভাগ খুব ভালোভাবেই সামলে নেয়। অন্যদিকে রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া একের পর এক সেভ করেও দলকে শেষ রক্ষা করতে পারেননি।
এই জয়ের মধ্য দিয়ে চার ম্যাচে তিনটি জিতে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পঞ্চম স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “দলটা শুরু থেকেই জয়ের জন্য খেলেছে। ছেলেরা আত্মবিশ্বাস ধরে রেখেছিল, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।”
অ্যানফিল্ডে এই জয়ের মধ্য দিয়ে ইউরোপীয় মঞ্চে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লিভারপুল। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালের জন্য চলতি মৌসুমে এটি একটি বড় ধাক্কা। কারণ এর আগে এল ক্লাসিকোতে দুর্দান্ত খেলে বার্সাকে হারিয়েছিলো রিয়াল।দুর্দান্ত খেলতে থাকা রিয়াল লিভারপুলে আটকা পরলো অবশেষে।
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/টিএ