Connect with us
ক্রিকেট

পদত্যাগ করছেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন

সালাউদ্দিন আহমেদ
কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকলেও তিনি সিরিজ শেষে পদ ছাড়বেন।

মঙ্গলবার ‘ক্রিকবাজ’কে সালাউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।” তবে পদত্যাগের বিস্তারিত কারণ প্রকাশ করেননি।

গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিসিবির একজন পরিচালক জানান, এখনো আনুষ্ঠানিক কিছু হয়নি। তবে পদত্যাগের বিষয়টি পুরোপুরি অস্বীকারও করেননি।



বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগে শূন্যস্থান পূরণের জন্য বিসিবি মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আশরাফুল আয়ারল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ৭ নভেম্বর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে, আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজের প্রথম টেস্ট সিলেটে ১১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচ ২ ডিসেম্বর। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে টেস্ট সিরিজের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, সালাউদ্দিন ২০২৪ সালের ৫ নভেম্বর বিসিবিতে যোগদান করেন। ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব তিনি পালন করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের পারফরম্যান্সে ধীরগতি ও ফলাফলের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিজ্ঞ কোচ।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট