Connect with us
ক্রিকেট

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন হারিস রউফ

হারিস রউফ
হারিস রউফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেসার হারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এশিয়া কাপের সময় আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দেশের মাটিতে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারছেন না। প্রথম ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, দ্বিতীয় ম্যাচ হবে আগামীকাল।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রউফ ২০২৫ সালের এশিয়া কাপে দুটি ম্যাচে আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন। এই ধারা মূলত খেলোয়াড়দের আচরণ ও খেলার ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত। রউফ অভিযোগ অস্বীকার করায় শাস্তি দিতে শুনানি করা হয়। নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়, যা রউফের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর সুপার ফোর ম্যাচে রউফ ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা ও বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি দেখান। ভারতের সমর্থকেরা এটিকে দেশের সামরিক বাহিনীকে কটাক্ষ হিসেবে দেখেছেন। একই ম্যাচে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানও ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন। ফারহানকে সতর্ক করা হয় এবং এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।



এছাড়া, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্যের কারণে তিনি দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ফাইনালে ভারতীয় পেসার জাশপ্রীত বুমরাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন।

এদিকে এশিয়া কাপের সময় ভারত ও পাকিস্তানের তিনটি ম্যাচই উত্তেজনাপূর্ণভাবে শেষ হয়। ম্যাচ শেষে হাত মেলাননি ভারতীয়রা। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বিষয়টিকে ‘অখেলোয়াড়সুলভ আচরণ’ হিসেবে উল্লেখ করেন। ফাইনালে ভারত পাকিস্তানকে শেষ ওভারে পরাজিত করে। তবে বিতর্ক এখানেই থামেনি। ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করে। পরবর্তীতে এশিয়া কাপ ট্রফি দুবাই নিয়ে যান এসিসি সভাপতি মহসিন নাকভি। যদিও ভারত এসিসি বরাবর চিঠি দিয়েছে ট্রফি ফিরে পেতে।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট