বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে। ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে ও ইংল্যান্ডের সাউদার্ন প্রিমিয়ার লিগে খেলে সাম্প্রতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এবার যুক্ত হচ্ছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে। খুব বেশি কিছু না করে পরিস্থিতি বুঝে কীভাবে ব্যাটিং করতে হয় সেটাই শেখাতে চান তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই শুরু হতে যাচ্ছে তার আশরাফুলের নতুন অধ্যায়। রংপুর রাইডার্স, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং জাতীয় লিগে বরিশালের দায়িত্ব সামলানো আশরাফুল এখন বিসিবির কোচিং কাঠামোর অংশ। তিনি বলেন, “এখনই বড় কোনো পরিকল্পনায় যেতে চাই না। আপাতত আয়ারল্যান্ড সিরিজে মনোযোগ দিচ্ছি। ৭ নভেম্বর সিলেটে দলের সঙ্গে যোগ দেব, তারপর প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনা করব।”
আশরাফুলের কোচিং পরিকল্পনায় রয়েছে ম্যাচ পরিস্থিতি বোঝার দক্ষতা বাড়ানো। তাঁর মতে, “আমাদের ব্যাটাররা অনেক সময় জানে না, কোন উইকেটে কত রান করলে ম্যাচ জেতা যাবে। এই জায়গায় আমি কাজ করতে চাই। একজন ক্রিকেটার জাতীয় দলে এসে গেলে তার টেকনিকে বড় পরিবর্তন আনার সময় থাকে না, বরং পরিস্থিতি বুঝে খেলার মানসিক প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
উদাহরণ হিসেবে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকারের ইনিংসের কথা “৩১ ওভার পর্যন্ত থেকে ৪৫ রানে আউট হয়েছিল সে। পরে বলেছিল, সুযোগটা হারিয়ে ফেলেছে। ব্যাটসম্যানদের বুঝতে হবে, কখন কীভাবে ব্যাটিং করতে হবে-আমি চাই এই ছবিটা তাদের মাথায় পরিষ্কার হোক।”
৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলা সাবেক অধিনায়ক বিশ্বাস করেন, ভালো ব্যাটিংয়ের চাবিকাঠি টেকনিক নয়, মানসিক দৃঢ়তা। “প্রতিটি বল খেলার আগে ব্যাটসম্যান কিছু একটা ভাবে। বেশির ভাগ সময় সে আউট হয় ভুল চিন্তা থেকে, ভুল শটে নয়,” বলেন আশরাফুল।
দলের অভিজ্ঞ ব্যাটারদের নিয়ে তিনি বলেন, “লিটন, শান্ত, সৌম্যদের এখন প্রতি এক ম্যাচ পরপরই বড় ইনিংস খেলা উচিত। তাদের সামর্থ্য আছে। শুধু জানতে হবে তারা কী চায়, এবং সেটা কীভাবে করবে।”
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/টিএ