Connect with us
ফুটবল

ডেভিড বেকহাম এখন ‘স্যার ডেভিড বেকহাম’

ডেভিড বেকহাম
ডেভিড বেকহাম। ছবি: সংগৃহীত

ফুটবলে বিশেষ অবদান ও ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ নাইট উপাধিতে ভূষিত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম। 

বার্কশায়ারে আজ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন এই ইংলিশ ফুটবল কিংবদন্তি।

ইংল্যান্ডের সর্বোচ্চ উপাধি ‘নাইটহুড’। চলতি বছরের শুরুর দিকে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে প্রকাশিত সম্মাননা তালিকায় বেকহামের নাম ছিল। পুরস্কার গ্রহণের পর থেকে তাঁর নামের আগে যুক্ত হয়েছে ‘স্যার’।



পুরস্কার গ্রহণের পর বেকহাম বলেন, ‘এর চেয়ে বেশি গর্বের আর কিছু হয় না। আমি দেশকে অনেক ভালোবাসি। সব সময়ই বলেছি, রাজপরিবার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

১৯৯৬ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষিক্ত বেকহাম দেশের হয়ে খেলেছেন মোট ১১৫ ম্যাচ। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছয় বছর ছিলেন ‘থ্রি লায়ন্স’ এর অধিনায়ক ছিলেন এই সাবেক কিংবদন্তি। ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি।

২০১৩ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া এই কিংবদন্তির রয়েছে বেশ প্রভাব। পূর্ব লন্ডনে জন্ম নেওয়া এই তারকা ২০১২ সালের লন্ডন অলিম্পিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৫ সাল থেকে ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১৫ সালে তাঁর নামে একটি তহবিলও গঠন করা হয়।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল