Connect with us
ক্রিকেট

৪১১ রানের উত্তেজনাকর ম্যাচে জিতে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

New Zealand vs West Indies cricket
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ছবি- ক্রিকইনফো

রান তাড়া করতে নেমে শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১১৪ রান। হাতে বাকি মাত্র ৪ উইকেট। এমন ম্যাচও দারুণভাবে জমিয়ে তোলে ক্যারিবিয়ানরা। পরবর্তী ছয় ওভারে তারা চার-ছক্কার বন্যা বয়িয়ে তুলে নেয় ৯৮ রান। কিন্তু শেষ ওভারে ১৬ রানের সমীকরণ আর মেলাতে পারেনি উইন্ডিজ। জয়ের হাসি হেসেছে নিউজিল্যান্ড।

আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৩ রানে পরাজিত করে জয় তুলে নিয়েছে কিউইরা। এতে প্রথম ম্যাচ হারার পর এবার সিরিজে ঘুরে দাঁড়ালো স্বাগতিক নিউজিল্যান্ড। এদিন তারা আগে ব্যাট করে ২০৭ রানের সংগ্রহ পায়। বিপরীতে দ্বিতীয় ইনিংসে ২০৪ রান পর্যন্ত করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনা। ১৬ রান প্রয়োজনের ওভারে প্রথম বলেই চার হজম করেন কাইল জেমিসন। দ্বিতীয় বল ডট দিলেও পরের ডেলিভারিতে নো বল করে আরও এক বাউন্ডারি খেতে হয়েছে তাকে। এতে শেষ ৪ বলে ৭ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে ফ্রি হিটে কেবল এক সিঙ্গেলের পর মাত্র ১৬ বলে ৪৫ রান করা রভম্যান পাওয়েল আউট হন ক্যাচ দিয়ে।



আর এতেই বদলে যায় ম্যাচের ভাগ্য। ওভারের পঞ্চম বলে আকিল হোসেন সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন ১২ বলে ২৮ রান করে উইকেটে টিকে থাকা ম্যাথিউ ফোর্দেকে। তখন শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। পরাজয়ের এড়াতে তাই বাউন্ডারি হাকানোর বিকল্প ছিল না এই বলে। তবে তা করতে পারেননি ফোর্দে। শেষ বল থেকে আসে কেবল ১ রান।

এদিকে আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষকে ২০৮ রানের টার্গেট দেওয়ার পথে নিউজিল্যান্ডের হয়ে ২৮ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেন মার্ক চাপম্যান। যেখানে তিনি হাঁকিয়েছেন ৭ ছক্কা ও ৬টি চার। আর রান ডিফেন্ড করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সমান তিনটি করে উইকেট শিকার করেছেন স্পিনার ইশ সোধি ও মিচেল স্যান্টনার।

সংক্ষিপ্ত স্কোর বোর্ড—

নিউজিল্যান্ড: ২০৭/৫ (২০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ: ২০৪/৮ (২০ ওভার)

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট