কিছুদিন আগেই এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। আশানুরূপ ফলাফল না পাওয়ার আক্ষেপ নিয়ে আবার ‘এশিয়া কাপে’ যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান দলগুলো নিয়ে হতে যাচ্ছে আঞ্চলিক টুর্নামেন্ট। তবে এবারের টুর্নামেন্টের নাম ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’।
যেখানে মূল দলের পরিবর্তে ‘এ’ টিম নিয়ে মাঠে নামবে প্রতিযোগীরা। এরই মধ্যে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে আকবর আলীর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। আর এই এশিয়া কাপেও শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।
গেল এশিয়া কাপের মূল আসরের মতো করেই গ্রুপ ও প্রতিপক্ষ সাজানো হয়েছে এখানেও। টুর্নামেন্টে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট আট দল। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তা ছাড়াও থাকছে হংকং। আর ভারত ও পাকিস্তান আবারও একই গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সেই আরব আমিরাত ও ওমান।
রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, শাদীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
আগামী ১৪ নভেম্বর কাতারে শুরু হবে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’ এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বেলা সাড়ে ১২টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের বাকি ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ১৭ ও ১৯ নভেম্বর খেলবে বাংলাদেশ।
গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেমির ম্যাচ দুটি হবে একই দিন ২১ নভেম্বর। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২৩ নভেম্বর।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এফএএস