বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার বলা হয় মোহাম্মদ আশরাফুলকে। বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। প্রবল প্রতিভার ঝলক দেখানো এই সাবেক টাইগার ক্রিকেটার অবশ্য নিজেকে হারিয়েছেন অবেলায়। ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে নিজের নাম জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন আশরাফুল।
ক্রিকেট খেলা ছাড়লেও বিভিন্নভাবেই নিজের এই প্রিয় ক্রীড়ার সঙ্গে জড়িত থাকার চেষ্টা করেছেন তিনি। লম্বা সময় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ক্রিকেট কোচিংয়ে মনোযোগী হন এই সাবেক তারকা। অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের জন্য দলের সঙ্গে যুক্ত হবেন।
এদিকে আশরাফুলকে তার পুরনো তিক্ত স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার রুবেল হোসেন। রীতিমত খোঁচা দিয়ে তিনি বলেন— জীবনটা আসলেই সিনেমা। এক সময় যারা তার ওপর বিশ্বাস হারিয়েছিল, এখন তাদেরকে শিক্ষা দিতে আসা। এমনকি কোচ হওয়া নিয়ে গর্ব না করার কথা উল্লেখ করে তাঁকে দায়িত্বশীল হতে বলেছেন রুবেল।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে সাবেক টাইগার পেসার রুবেল লিখেছেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে “কোচ” লেখা মানে দায়িত্ব, গর্ব না।’
উল্লেখ্য, আপাতত কেবল আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে দলের সঙ্গে যুক্ত করেছে বিসিবি। এই সিরিজে তার পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারলে লম্বা সময়ের জন্য তিনি পেতে পারেন জাতীয় দলের দায়িত্ব। ১১ নভেম্বর থেকে আইরিশদের বিপক্ষে শুরু হওয়া টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে পরবর্তী ২ ডিসেম্বর।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এফএএস