Connect with us
ক্রিকেট

বিদ্রোহ করা ৪৩ ক্লাবের বিপক্ষে কঠিন পদক্ষেপ ঘোষণা বিসিবির

BCB board meeting
বিসিবি সভা। ছবি- সংগৃহীত

গেল অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন বর্জন করেছিল ঢাকার ৪৮টি ক্লাব। সে সময় তারা নির্বাচন পেছানোর দাবি জানালেও মানা হয়নি সেটা। এরপর সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেয় ঢাকার এই ক্লাবগুলো। এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও অবৈধ আখ্যা দিয়েছিল তারা।

বিসিবির বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) ৪৮ ক্লাবের মধ্যে ৪৩ ক্লাব। এবার বিসিবির বিপক্ষে বিদ্রোহের ঘোষণা দেওয়া ক্লাব গুলোর বিরুদ্ধে এসেছে পাল্টা হুমকি। ক্লাবগুলোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিসিবি।

বিসিবির নতুন ঘোষণা অনুযায়ী কোনো দল লিগ শুরুর আগে বা মাঝ পথে একবার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তারা আর সেই মৌসুমে পুনরায় অংশগ্রহণের সুযোগ পাবে না। প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও অবনমন হবে বলেও জানিয়েছে বিসিবি। এমনকি পরবর্তী মৌসুমে তাদের অংশগ্রহণ নিয়ে থাকবে জটিলতা।



বিসিবির নতুন নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের মাঝপথে যদি কোন দল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, তবে সংশ্লিষ্ট সেই দলের বিপক্ষে লিগে খেলা পূর্ববর্তী সকল ম্যাচে পূর্ণ পয়েন্ট পাবে প্রতিপক্ষ দল; সেখানে ম্যাচের ফলাফল যাই হোক না কেন। এমনকি লিগের বাকি ম্যাচেও সেই দলের প্রতিপক্ষরা ম্যাচ না খেলেই পেয়ে যাবে পয়েন্ট।

তবে লিগ শুরু হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে কোন দল টুর্নামেন্ট থেকে সরে গেলে সে ক্ষেত্রে এমন নিয়ম কার্যকর হবে না। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। যেখানে তারা উল্লেখ করেছে ছয়টি ধারা।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তির ধারাগুলো—

১) কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও অবনমনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।

২) অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে— ম্যাচের ফলাফল যাই হোক না কেন।

৩) দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।

৪) লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়।

৫) কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।

৬) ২০২৬–২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫–২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।

বিসিবি মনে করছে, নতুন নিয়ম লিগের কাঠামোকে আরও সুশৃঙ্খল করবে এবং দলগুলোকে প্রতিযোগিতার মাঠে রাখার ক্ষেত্রে উৎসাহিত করবে। আর তবুও যদি কোন দল বিদ্রোহ করে লিগ থেকে নিজেদের সরিয়ে নেয়, তবে গোটা মৌসুমে তাদের আর লিগে ফেরার সুযোগ দেওয়া হবে না।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট