Connect with us
ক্রিকেট

নারী বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই কোনো বাংলাদেশি

আইসিসির সেরা একাদশ
আইসিসির সেরা একাদশ। ছবি: সংগৃহীত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের ভিত্তিতে গড়া এই একাদশে জায়গা পেয়েছেন ফাইনালে খেলা ভারত,দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মোট নয় খেলোয়াড়। এছাড়া ইংল্যান্ড ও পাকিস্তান থেকে একজন করে জায়গা পেয়েছেন।

বিশ্বকাপজয়ী ভারতীয় দলে থেকে তিনজনকে বেছে নিয়েছে আইসিসি। তারা হলেন ওপেনার স্মৃতি মান্ধানা, ব্যাটার জেমিমাহ রদ্রিগেজ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা। স্মৃতি মান্ধানা ভারতের হয়ে টুর্নামেন্টে ৪৩৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমাহ রদ্রিগেজ। অলরাউন্ডার দীপ্তি শর্মা ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন, পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন।

অন্যদিকে রানার্স আপ দক্ষিণ আফ্রিকা থেকেও জায়গা পেয়েছেন তিনজন-অধিনায়ক লরা উলভার্ড, অলরাউন্ডার মারিজান ক্যাপ এবং নাদিন ডি ক্লার্ক। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ড ৫৭১ রান করে নারী বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার ১৬৯ রানের ইনিংস এবং ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি ছিল দলের বড় প্রাপ্তি। মারিজান ক্যাপ নেন ১২ উইকেট, করেন ২০৮ রান। নাদিন ডি ক্লার্কও ব্যাট বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন; ভারতের বিপক্ষে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।



অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত হয়েছেন তিনজন অলরাউন্ডার অ্যাশ গার্ডনার, পেসার আনাবেল সাদারল্যান্ড এবং লেগ স্পিনার এলানা কিং। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশ গার্ডনার ব্যাট হাতে দুই সেঞ্চুরি ও সাত উইকেট নেন, সাদারল্যান্ড নেন ১৭ উইকেট এবং কিং রেকর্ড গড়েন এক ম্যাচে ৭ উইকেট নিয়ে।

পাকিস্তান থেকে দলে আছেন একমাত্র প্রতিনিধি, উইকেটকিপার সিদরা নবাজ।পাকিস্তানের সিদরা নবাজ ৮টি ডিসমিসাল (৪ ক্যাচ ও ৪ স্টাম্পিং) করে ছিলেন টুর্নামেন্টের সেরা উইকেটকিপার।

ইংল্যান্ডের সোফি এক্লেস্টোনও আছেন সেরা একাদশে, আর তার সতীর্থ ন্যাট স্কিভার ব্রান্টকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে। এক্লেস্টোন ৭ ম্যাচে ১৬ উইকেট নেন, আর স্কিভার–ব্রান্ট ব্যাটে ২৬২ রান ও বলে ৯ উইকেট নিয়ে দেখিয়েছেন তার অলরাউন্ড সামর্থ্য।

আইসিসি জানিয়েছে, পারফরম্যান্সের ধারাবাহিকতা, বড় ম্যাচে প্রভাব এবং দলের সামগ্রিক অবদান বিবেচনা করেই এই সেরা একাদশ বাছাই করা হয়েছে।

আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫–এর সেরা একাদশ: স্মৃতি মান্ধানা (ভারত), লরা উলভার্ড (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), জেমিমাহ রদ্রিগেজ (ভারত), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ভারত), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), সিদরা নবাজ (উইকেটকিপার, পাকিস্তান), এলানা কিং (অস্ট্রেলিয়া) এবং সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড)। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট স্কিভার ব্রান্ট।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট