বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন করে তৈরি হয়েছে বড় বিতর্ক। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে শারীরিক হেনস্তা ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ তুলেছেন দলের সাবেক পেসার জাহানারা আলম। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা জাহানারা এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব অভিযোগ আনেন।
জাহানারার দাবি, জ্যোতির নেতৃত্বে জাতীয় দলে একধরনের “সিন্ডিকেট” তৈরি হয়েছে, যার প্রভাবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অধিনায়কের আচরণে নাকি ভুক্তভোগী হয়েছেন বেশ কয়েকজন জুনিয়র খেলোয়াড়ও।
জাহানারা বলেন, “জ্যোতি প্রায়ই জুনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করে। অনুশীলনের সময় নিজের কিটব্যাগ বহন করাতেন জুনিয়রদের দিয়ে। গরমের মধ্যে সিলেটে এক ক্যাম্পে দেখেছি, এক জুনিয়রকে দিয়ে ব্যাগ টানাচ্ছেন। ড্রেসিংরুমেও ওর মাথা টিপে দিতে হতো, চুলে তেল দিতে হতো জুনিয়রদের।”
এছাড়াও শারীরিক হেনস্তা নিয়েও গুরুতর অভিযোগ এনেছে জ্যোতির বিরুদ্ধে। জাহানারার জানায়, “দুবাই সফরের সময় এক জুনিয়র ক্রিকেটারকে নিজের রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছিলেন জ্যোতি। এসব বিষয় নিয়ে মেয়েরা মুখ খুলে না, কারণ সবাই দল থেকে বাদ পড়ার ভয় পায়।”
তিনি আরও দাবি করেন, জ্যোতি দলের সিনিয়রদের প্রতিও সম্মান দেখান না। তিনি বলেন, “আমাকে ‘জাহান’ আর সালমা আপুকে ‘সাল্লু’ বলে ডাকতেন জ্যোতি।”
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও জাহানারা এখনো ফিরতে চান দলে। তার আশা, নতুন নির্বাচক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি দলের ভেতরের এই বিভাজন দূর করবে। তিনি বলেন, “আমি চাই, ক্রিকেট বোর্ড বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখুক। যারা সিন্ডিকেট বানিয়ে অন্যদের সুযোগ বন্ধ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
এ ঘটনায় এখনো জ্যোতির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, নারী দলের ভেতরের এই অভিযোগগুলো সত্য হলে তা দলের পরিবেশ ও ভবিষ্যতের জন্য মারাত্মক সংকেত।
এদিকে, দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল নারী ক্রিকেট দলের বেতন কাঠামো নিয়ে। অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেতন কাঠামোয় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের সব ক্যাটাগরিতেই উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানো হয়েছে। এসবের মধ্যেই এরকম একটি অভিযোগ তুলেছেন জাহানারা আলম।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/টিএ