Connect with us
ক্রিকেট

নারী ক্রিকেট দলের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল নারী ক্রিকেট দলের বেতন কাঠামো নিয়ে। অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেতন কাঠামোয় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের সব ক্যাটাগরিতেই উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা এত দিন মাসে ১ লাখ ২০ হাজার টাকা পেতেন, এখন থেকে তাঁরা পাবেন ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির বেতন বাড়ছে ১ লাখ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকায়।

‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন ৭০ হাজার থেকে বেড়ে হচ্ছে ৯৫ হাজার টাকা, আর ‘ডি’ ক্যাটাগরির বেতন বাড়ানো হয়েছে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকায়।



এ ছাড়া অধিনায়ক ও সহ-অধিনায়কের জন্য আলাদা ভাতা যোগ হয়েছে। অধিনায়ক মাসে অতিরিক্ত ৩০ হাজার টাকা, সহ-অধিনায়ক পাবেন ২০ হাজার টাকা। নতুন এই বেতন কাঠামো ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

বোর্ডের অনুমোদিত তালিকা অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ফারজানা হক পিঙ্কি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন স্বর্ণা আক্তার। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা জাতীয় দলে ডাক পেলে মাসিক ৬০ হাজার টাকা বেতন পাবেন।

বোর্ড কর্তৃক জানানো হয়, নারী ক্রিকেটারদের পারফরম্যান্স, আন্তর্জাতিক সাফল্য এবং সাম্প্রতিক সূচি বাড়ায় এই বেতন বৃদ্ধি অপরিহার্য হয়ে উঠেছিল। বিসিবির এক পরিচালক বলেন, “নারী ক্রিকেট এখন বাংলাদেশের গর্ব। খেলোয়াড়দের প্রাপ্য সম্মান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।”

বেতন বৃদ্ধির এই ঘোষণা নারী ক্রিকেটারদের মনোবলে বড় প্রভাব ফেলবে বলে আশা করছে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট