কানাডা প্রিমিয়ার লিগ প্লে অফের ফাইনাল নিশ্চিত করেছে শমির সোমের দল ক্যাভালরি এফসি। আজ সোমবার (৩ নভেম্বর) প্লে অফ সেমিফাইনালে ফর্জ এফসিকে তাদের ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন শমিতরা।
ফর্জ এফসির হোম ভেন্যু হ্যামিল্টন স্টেডিয়ামে খেলতে নেমে প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। দ্বিতীয়য়ার্ধ শুরুর ১২ মিনিটের মাথায় সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সফরকারীরা। ক্যাভালরির হয়ে জয়সূচক গোলটি করেন টোবায়াস ওয়ারশেভস্কি।
এই ম্যাচে শুরুর একাদশেই ছিলেন শমিত। ম্যাচের পুরোনো সময় খেলেন তিনি। তবে কোনো গোল-অ্যাসিস্টের দেখা না পেলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই মিডফিল্ডার। পুরো ম্যাচে সর্বোচ্চ ৫টি সফল ট্যাকেল দিয়েছেন তিনি। প্রতিপক্ষের থেকে বল আদায় করেছেন ৪ বার।
এছাড়া ৩ বার বল ক্লিয়ার করার পাশাপাশি একবার শট আটকেছেন। তার পাস সফলতা ছিল ৯৮ শতাংশ। প্রতিপক্ষের অর্ধে ১২টি পাসের মধ্যে ১১ বারই সফল হয়েছেন তিনি। সবমিলিয়ে পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন শমিত। পারফরম্যান্স বিবেচনায় ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে ৭.৫ রেটিং দিয়েছে, যা পুরো ম্যাচে চতুর্থ সর্বোচ্চ।
আগামী ১০ (নভেম্বর) প্লে অফের ফাইনালে অ্যাতলেতিকো অটোয়ার মুখোমুখি হবে ক্যাভালরি এফসি। অটোয়ার টিডি প্লেইস স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
ক্লাবের খেলা শেষে জাতীয় দলে যোগ দিবে শমিত। চলতি মাসে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। তবে তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এই ম্যাচে শমিত খেলবেন কিনা তা নিশ্চিত নয়। তবে ভারত ম্যাচের আগে জাতীয় দলে যোগ দিবেন এই মিডফিল্ডার।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/বিটি