ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি আর নেইমার যেন একে অপরের পরিপূরক। কাতার বিশ্বকাপের পর থেকে খুব বেশি সময়ের জন্য মাঠে নিয়মিত দেখা যায়নি নেইমার কে। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর অনুশীলনের সময় উরুর চোটে পড়েন তিনি।
অবশেষে ৪৩ দিন মাঠের বাইরে কাটানোর পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। শনিবার (১ নভেম্বর) রাতে ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। ম্যাচের ৬৭ মিনিটে ভিক্টর হুগোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
ম্যাচে ২৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন নেইমার। তবে এই সময়ে মাঠে বেশ সাবলীল ছিলেন ব্রাজিল ফুটবলের এই পোস্টারবয়। দুইটি শট নেওয়ার পাশাপাশি সুযোগ তৈরি করেছেন তিনটি। এছাড়াও চারবার ড্রিবলের চেষ্টা করে দুটিতে সফল হয়েছেন।
বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ ও নিখুঁত পাস আশার আলো দেখাচ্ছে ভক্তদের। ম্যাচের শেষ দিকে একটি ফ্রি কিকে অল্পের জন্য গোল না পেলেও মাঠপ তার প্রাণবন্ত উপস্থিতিতে ম্যাচে নিজের ছাপ রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এআই