২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি কেনেন শাহরুখ খান। কেকেআর শাহরুখের প্রিয় দল, তা তিনি নিজেই বারবার বলেছেন। দলের ক্রিকেটাররাও বলেছেন- দল জিতুক কিংবা হারুক, শাহরুখ সব সময় দলের পাশে থাকেন। কিন্তু চমকপ্রদ তথ্য হলো- শাহরুখ খান শুরুতে এই দলটি কিনতেই চাননি!
শাহরুখ খানের একটি পুরনো ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা শাহরুখকে এক এপিসোড-এ প্রশ্ন করেছিলেন- আপনি মুম্বাইয়ের বাসিন্দা হয়ে আইপিএলে কলকাতার দল কিনলেন কেন?
এই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, খুবই সহজ ও সাধারণ কারণ। দিল্লিতে কোনো অনুষ্ঠান হলে বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয়। তুমিও তা নিশ্চয়ই দেখছো। ফলে দিল্লির স্টেডিয়াম থেকে তেমন উপার্জন হয় না। আর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আমার ঢুকতে বাধা। তাই আমি যেখানে মমতা পেয়েছি, সেখানেই চলে গেছি।
তবে কি শাহরুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কলকাতা ফ্রাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন? কেননা তার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ ভালো। আর সেটা বিভিন্ন মঞ্চে একাধিকবার দেখাও গেছে। শাহরুখ এক সময় পশ্চিম বাংলার ব্র্যান্ড আম্বাসাডরও ছিলেন।
তবে কপিল শর্মার প্রশ্নে খান সাহেব সরাসরি কিছুই না বললেও, যে ইঙ্গিত দিয়েছেন তাতে সমর্থকরা ইতিবাচক অনুমান করতে পারেন।
এদিকে শাহরুখ খানের ৬০তম জন্মদিনে তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এনজি